
আজ বৃহস্পতিবার | ৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ | ৩০ জিলকদ ১৪৪৩ হিজরি | দুপুর ১:১০
ফোরসাইডনিউজ২৪.কম ডেস্ক রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, চায়নার উদ্দেশ্য যাওয়ার জন্যে বিমানবন্দর এসে দেখি, ভিতরে প্রবেশ করার জন্যে মাএ দুইটি গেইট খোলা। আর প্রবেশের মাএ দুইটি গেইট খোলা থাকার কারণে দুই দিকে ৩০০/৪০০ জনের বিমান যাএীদের দীর্ঘ লাইন,
যার জন্যে অনেকেই সঠিক সময়ে বডিংকার্ড নিতে পারছিলোনা । এর মধ্যে ব্যাপক আকারে চোখে পরলো, ওখানকার গার্ডরা নির্দিষ্ট টাকা কন্ট্রাক করে পেছোনের যাএীদের টাকার বিনিময়ে গেইটের সামনে এসে দিয়ে যাচ্ছেন, এইটা এমন আকারে চোখে পরলো মনে হচ্ছে দেখার কেউ নাই।কহ
ইবেন, অনেক বিদেশি যাএীগণ বিষয়টা ওনাদের নজেরে নিয়ে একজন অন্যেজনকে দেখাচ্ছেন।এই বিষয় গুলো জাতি হিসাবে আমাদের জন্যে কষ্টের ও লজ্জাকর,, এতে করে আমাদের অতিরিক্ত টাকা ও সময় যেমন নষ্ট হচ্ছে, ঠিক আমার দেশের ভাবমূর্তি ও নষ্ট হচ্ছে কিন্ত ,,জনগন হিসাবে অনুরোধ করছি প্রশাসন বিষয়টি নজরদারিতে আনবেন , এবং অতি দ্রুত বিষয়টি সমাধান করার জন্যে পদক্ষেপ নিবেন।।। আমার অবিজ্ঞতা থেকে বললাম এমন দৌরাত্ম কোন দেশে আছে কিনা আমার বোধগম্য নয়।।।