
আজ বৃহস্পতিবার | ৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ | ৩০ জিলকদ ১৪৪৩ হিজরি | দুপুর ১:৫৯
ফোরসাইডনিউজ২৪.কম, কাতার থেকেঃ মধ্য প্রাচ্যের কাতারে একই সাথে বাংলাদেশ থেকে আগত নন্দিত তিন বক্তাকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশন কাতার’।
ওমানি মার্কেট মসজিদ( সবজি মার্কেট) এর ইমাম হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী জুমনের সভাপতিত্বে
রাজধানী দোহার আবু-হামুর ওমানি মার্কেট মসজিদ( সবজি মার্কেট) প্রাঙ্গণে
২৪ মে (শুক্রবার) বিকাল ৪টায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নসীহত পেশ করবেন বর্তমান যুগে আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক মুফাস্সিরে ক্বোরআন আল্লামা মামুনুল হক। প্রধান আলোচক হিসেবে নসীহত পেশ করবেন সুমধুর কন্ঠসুর প্রখ্যাত আলেম ইসলামী চিন্তাবিদ ড.মিজানুর রহমান আজহারি।বিশেষ অতিথি হিসেবে নসীহত পেশ করবেন জননন্দি মিষ্টভাষী বক্তা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি।
মাহফিলের সৌজন্যতায় আছে ‘আল জামিলা ভেজিটাবল’ ও ‘ ওমানি মার্কেট ব্যাবসায়িবৃন্দ।
উক্ত ওয়াজ মাহফিলে প্রবাসী বাংলাদেশী ধর্মপ্রাণ মুসল্লী ও বিভিন্ন দেশের মুসলিম ভাইয়েরা যোগ দান করে দুনিয়া ও আখেরাতে অশেষ সওয়াব হাসিল করুন।