
ফোরসাইডনিউজ :- দেশর কওমী মাদরাসার সর্ববৃহৎ বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর মজলিশে আমেলার বৈঠকের মাধ্যমে বোর্ডের শীর্ষ তিনটি পদে নতুন করে ৩ জনকে মনোনীত করা হয়েছে। এতে ভারপ্রাপ্ত সভাপতির পদে রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক মাওলানা মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি হিসেবে বারিধারা মাদরাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হককে মনোনীত করা হয়। বোর্ডের পরবর্তী কাউন্সিল পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি,সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত মহসচিবকে অভিনন্দন জানিয়েছে ইন্টারন্যাশনাল কওমী কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মহাসচিব মাওলানা হাসান মাহমুদ চৌধুরী।অভিনন্দন বার্তায় তারা আশাবাদ ব্যাক্ত করে বলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) দেশের কওমী মাদরাসাসমুহের বৃহৎ শিক্ষাবোর্ড।কওমী মাদরাসার ঐতিহ্য রক্ষা করে কওমী অঙ্গনকে আরো শক্তিশালী করবেন।ইন্টারন্যাশনাল কওমী কাউন্সিল তাদের যে কোন কল্যাণকামী কাজে সহযোগীতার হাত সম্প্রসারিত করবেন।
উল্লেখ্য দেশের সর্ববৃহৎ মাদরাসা জামিয়া আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক বেফাকের সম্মানিত চেয়ারম্যান আল্লামা আহমাদ শফির ইন্তেকালে সভাপতির পদটি শুন্য হয়।