
ফোরসাইডনিউজ২৪.কম: কোপা আমেরিকার ৪৬তম আসরের উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারালো ব্রাজিল। কুতিনহোর করেছেন জোড়া গোল। ইনজুরির কারণে টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে ছিটকে গেছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। ফলে তাকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ব্রাজিল দলের।
আজ শনিবার (১৫ জুন) ব্রাজিলের সাও পাওলোতে পর্দা উঠেছে এবারের কোপা আমেরিকা কাপের। ব্রাজিল ও বলিভিয়া ম্যাচ দিয়ে মাঠে গড়ায় আসরটি। বরাবরের মতো এবারও ১২টি দল অংশ নিচ্ছে। ল্যাতিন আমেরিকার ১০টি দেশের সঙ্গে প্রথমবারের মতো এশিয়া থেকে কাতার ও জাপান অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে।