
আজ শনিবার | ২৮ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৬ শাওয়াল ১৪৪৩ হিজরি | সন্ধ্যা ৭:৫০
গতকাল শুক্রবার কলেজপাড়াস্থ জামিয়া দারুল ইসলাম মাদ্রাসায় খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নির্বাহী পরিষদের মাসিক মিটিং এ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন,বড়হুজুরের সুযোগ্য দৌহিত্র,অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান জনাব হাফেজ এমদাদুল্লাহ,ভাইস চেয়ারম্যান পদে জনাব মাওলানা আল আমিন,নাসিরনগর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা শাখার সাধারন সম্পাদক জনাব এস,এম শহীদউল্লাহ,নবীনগর উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় নির্বাহী সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আলী,সরাইল উপজেলায় মাওলানা এমদাদুল হক,আখাউড়া উপজেলায় মাওলানা আকবর হুসাইন প্রমুখ।আসন্ন নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীদের দেয়াল ঘড়ি মার্কায় বিজয়ী করার লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টা চালানোর জন্য সকল নেতা-কর্মীকে আহ্বান জানানো হয়।