
ফোরসাইডনিউজ২৪.কম সিএম হাসান দোহা কাতার থেকে : বাংলাদেশীদের মিলনমেলা কাতারের রাজধানী দোহা’র বাংলাদেশী অধ্যূষিত বৃহত্তম বাণিজ্যিক এলাকা নাজমার হারাজ মার্কেটে ৯মে বাংলাদেশ কমিউনিটি ও ব্রাহ্মণবাড়িয়া প্রবাসিদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করে কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ।
সংগঠনের সভাপতি জসীমউদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশরে রাষ্ট্রদূত আসুদ আহমদ।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, দূতাবাসের প্রথম সচিব রবিউল ইসলাম, তৃতীয় সচিব এ.কে.এম. মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান মাওলানা সাজেদুর রহমান, দূতাবাসের তৃতীয় সচিব মো: শাহ আলম ও বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ.কে.এম.আমিনুল হক । বাংলাদেশ এম এইচ স্কুল
ও কলেজ এর শিক্ষক তাফসির উদ্দিন ও রাজ রাজীবের সঞ্চলানায় দ্বীন আলোচনা করেন মাওলানা ইউসুফ নূর, অনুষ্ঠানের আহ্বায়ক দুলাল মিয়া আফনান, নাজমুল ইসলাম,বাবুল মেম্বার, মো: আল-আমিন, মোস্তাক আহমদ, ফখরুল ইসলাম সহ আরও অনেকে।
কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বিএনপির সভাপতি আবু ছায়েদ, সাবেক আহ্বায়ক শহীদুল হক, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি কফিল উদ্দিন, সাবেক সভাপতি নজরুল ইসলাম, জাতীয় পার্টির সভাপতি হাজী বাশার সরকার, এন.আর.বি বিজনেস এসোসিয়েশনের সভাপতি শাহজাহান সাজু, চট্টগ্রাম সমিতির সভাপতি সফিকুল ইসলাম তালুকদার, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আবদুল মতিন পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম প্রধান, ময়মনসিংহ সমিতির প্রধান উপদেষ্টা আবু রায়হান ও সভাপতি তুহিনুল হক, এনটিভি দর্শক ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, ফেনী সমিতির সভাপতি শহীদুল্লাহ হায়দার ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল আহমেদ রনি ও সাধারণ সম্পাদক বাবুল গাজী, জাসদ সভাপতি তৌফিক চৌধুরী সহ আরও অনেকে।