
আজ বৃহস্পতিবার | ২৬ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরি | দুপুর ১:৫৬
প্রচ্ছদ. আরিফুর রহমান
হাফিজুর রহমান নাহিদ : নির্বাচনের ডামা ঢোলে কত কিছুই না ঘটেছে প্রচারনায় কেউ বিশেষ সুবিধা আদায় করে নিয়েছে কেউ নিতে পারেনি। অনেক অভিযোগের পরও সবাই নির্বাচনের মাঠে আছে। সি ইসি, কেএম নুরুল হুদা বলছেন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় আছেে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলছেন লেভেল ফিল্ড নেই । তারপরও আমরা আস্হা রাখি শেষ পর্যন্ত সব কিছুই ঠিক হয়ে যাবে। বাংলাদেশের জনগণ নির্বিঘ্নে নির্ভয়ে আগামী ৩০শে ডিসেম্বর, তার ভোটাধিকার প্রয়োগ করবে। অনেক তরুণ ভোটার আছে এবার তারা ভোট দিবে। তাদের কে ভোটে আনতে হবে, এরাই আগামীর বাংলাদেশ, এরাই দেশের শক্তি, গনতন্ত্রের শক্তি, সাধীনতার সপক্ষের শক্তি।
নতুন প্রজন্ম উন্নয়ন দেখেছে বাংলাদেশেরে এগিয়ে যাওয়া দেখছে,তারা সন্ত্রাস দেখেছে, সন্ত্রাসী কর্মকান্ড দেখেছে, হরতাল দেখেছে, অবরোধ ও দেখেছে। তারা দায়িত্ব নিতে জানে, তাদের সময় হয়েছে তারা ভোট দিবে। আমরা বাংঙালী বাংলাদেশের, আমরা বাংলাদেশের পক্ষে। ভোট হোক বাংলাদেশের, ভোট হোক বাংলাদেশের পক্ষে।