
ফোরসাইডনিউজ২৪.কম, কাতার : শায়েখ নুরুল হকের আহ্বানে ভোলায় নবী (সাঃ) এর কটুক্তিকারীর প্রতিবাদী তাওহিদী জনতার উপর হামলা ও হত্যার প্রতিবাদেই এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৫ অক্টোবর (শুক্রবার) বাদ এ’শা মাজলিসুল উলামা কাতার’র সভাপতি মাওলানা
নুরুল হক সাহেব ( ইমাম ও খতিব কাতার ধর্ম-মন্ত্রণালয়) এর সভাপতিত্বে দোহার বিন জায়েদ সেন্টারে(ফানারে) মজলিসুল উলামা, কাতার এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সমাবেশে আলোচকবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ‘মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা- কাতার’র’ সভাপতি মাওলানা ফরিদ আহমাদ ফরিদী সাহেব , মাওলানা লুৎফুর রহমান সাহেব (সাবেক সভাপতি মার্কায় দাওয়াতুল হক), মাওলানা ওবাইদুল্লাহ সাহেব( সভাপতি মার্কায দাওয়াতুল হক), কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা এমদাদুল্লাহ ও মাওলানা ফখরুল হুদা,
মাজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের সেক্রেটারী ও মজলিসুল উলামা কাতার’র সদস্য সচিব মাওলানা মুশাহিদুর রাহমান, সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন কাতার’র সভাপতি মাওলানা নুরুল আনোয়ার, কাতার বিএনপি’র সেক্রেটারী শরীফ আহমাদ সাজু,বাংলাদেশ লেখক- সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার’র সভাপতি অধ্যাপক একেএম আমিনুল হক, প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ সহ প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে যে দাবীগুলো রাখা হয় সরকারের প্রতি তা নিম্নে উল্লেখ করা হলো :-
১. ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আল্লাহকে নিয়ে কটূক্তিকারী হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ’র সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. পুলিশের গুলিতে নিহত শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে।
৩. পুলিশের গুলিতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
৪. নির্বিচারে গুলি বর্ষণকারী অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৫. গ্রেপ্তার তৌহিদী জনতার সদস্যদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৬. আমাদের দেশ একটি শান্তিপূর্ণ দেশ। সে দেশে কোনো অশুভ তৎপরতা দেশের শান্তিকামী তৌহিদী জনতা মেনে নিবে না। উগ্র হিন্দুত্ববাদী, সংগঠন “ইসকন” সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চায়।এই দেশে ইসকনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে।
বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।