মারকায আব্দুল্লাহ বিন যায়েদ আল-মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টার (ফানার) এর উদ্যোগে মাজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা-কাতারের ব্যবস্থাপনায় ছোট ও বড়দের জন্য দুই গ্রুপে দশ দিন ব্যাপি দাওরা হাফেজ মাওলানা মুশাহিদুর রহমান সাহেবের তত্বাবধানে গতকাল সকাল নয়টা থেকে শুরু হয়।
চলবে আগামী ১৬/০৮/২০১৯ ইং পর্যন্ত।
দাওরা শুরু ৯টা- শেষ ১১.১৫
উভয় গ্রুপে দুইজন করে শিক্ষক
মাঝে বিরতিতে রাতের খাবারের আয়োজন।
শিক্ষার্থীদের জন্য আকর্শনিয় পুরস্কার।
১-৩ উত্তির্ণদের জন্য রয়েছে দামি মুল্যবান পুরুস্কার
যারা মাহরুম হয়েছে তাদের জন্য আগামি দাওরায় রয়েছে আরো আকর্শনিয় প্রোগরাম ।