
ফোরসাইডনিউজ২৪ প্রবাস ডেস্ক : রাত ১২টার সময় মালয়েশিয়া নিলাই থেকে এয়ারপোর্টগামী বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশী সহ মোট ১০ জন নিহত। নিহতের সংখ্যা বাড়তে পারে
জানা গেছে ৮ এপ্রিল রাত আনুমানিক ১২ টার দিকে নিলাই থেকে এয়ারপোর্ট গামী বাংলাদেশী কর্মী বাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পড়ে যায়, এবং ঘটনাস্থলে ৬ জন বাংলাদেশী কর্মী নিহত হয়, আহত হয় ৩০ জনের মত। তাদের মধ্যে আহত ১৫ জনের আশঙ্কা গুরতর জানাগেছে বাসে মোট ৫৬ জন কর্মী ছিলো।
ঘটনাস্থল স্থানীয় পুলিশ ঘিরে রেখেছে এয়ারপোর্টগামী এই কর্মীগুলোর থাকার হোস্টেল ছিলো নিলাই, তারা কাজের উদ্দেশ্যে KLIA আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলো, তারা সবাই মাসকার্গোতে কর্মরত ছিলো।