
ফোরসাইড নিউজ২৪.কম ডেস্ক রিপোর্ট :
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে দেশের সঠিক ইতিহাস।
সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ সরোয়ার হোসেনের লেখা বইয়ের প্রকাশনার উৎসবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের স্বাধীনতার রক্তেরাঙা ইতিহাসের পূর্বাপর নিয়ে বই লিখেছেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ সরোয়ার হোসেন। যে বই এর পাতায় পাতায় শুধু মাত্র গৌবরোজ্জল ইতিহাসই স্থান পায়নি, এই লেখনি দেশপ্রেমের স্পৃহা যোগাবে আগামী প্রজন্মকে।
স্বাধীনতাবিরোধী চক্র এখনও দেশের ইতিহাস বিকৃতিতে তৎপর রয়েছে উল্লেখ করে যারা এ অপচেষ্টায় নিয়োজিত তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলেও মত দেন রাষ্ট্রপতি।
লেখক তার বইটি লেখার প্রেক্ষাপট বিশ্লেষন করেন, পাশাপাশি দেশের প্রথিতযথা লেখক ও শিক্ষাবিদরা বইটির গুরুত্ব তুলে ধরেন।