
আজ বৃহস্পতিবার | ৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ | ৩০ জিলকদ ১৪৪৩ হিজরি | দুপুর ১:১৬
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১৩ জন মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা দলিয় ফরম উত্তোলন করেন। এরমধ্যে ৩ জনই প্রবাসী বিএনপি নেতা। মঙ্গলবার বিকেলে মনোনয়ন প্রত্যাশী এ ১৩ জনের মধ্যে ১১ জন দলিয় মনোনয়ন বোর্ডের মূখোমূখি হন। এরা হলেন কেন্দ্রিয় বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিটু, প্রবাসী বিএনপি নেতা লোকমান আহমদ, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সাবেক পৌরমেয়র প্রভাষক ফখরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, জুড়ী বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজকর। তবে দলিয় মনোনয়ন প্রত্যাশী প্রবাসী ৩ বিএনপি নেতার মধ্যে একমাত্র কাতারের দোহা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লোকমান আহমদ বিএনপির মনোনয়ন নির্ধারণী বোর্ডে উপস্থিত হয়েছেন।
কাতার প্রবাসী বিএনপি নেতা ও কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ জানান, বিএনপি থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি মনোনয়ন প্রত্যাশী। নির্ধারিত সময়ে তিনি দলিয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। মনোনয়ন বোর্ডের মূখোমুখি হতে মঙ্গলবার সকালে কাতার থেকে দেশে ফিরেন এবং মনোনয়ন বোর্ডের সদস্যদের সম্মুখে হাজির হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সমর্থন তার পক্ষে থাকবে এ আশা ব্যক্ত করে তিনি আরো জানান, দল যদি তাকে নমিনেশন প্রদান করে তাহলে নির্বাচনী এলাকার জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য ও সর্বস্থরের জনসাধারণকে সাথে নিয়ে নির্বাচন করতে তিনি প্রস্তুত রয়েছেন। তবে দলের যে কোন সিদ্ধান্ত মেনে নিতে তিনি বাধ্য থাকবেন। বিএনপি নেতাকর্মীর দুর্দিনে অতীতে যে ভাবে পাশে ছিলেন ভবিষ্যতেও সেভাবে পাশে থাকবেন।
সুত্র : আব্দুর রব, বড়লেখা : www.jugantor.com