
# চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই সাদা পোশাকে নিজের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। ছুঁয়েছেন বাংলাদেশের পক্ষে টেস্টে তামিম ইকবালের সর্বোচ্চ আট সেঞ্চুরির রেকর্ড। তামিম যে রেকর্ড গড়েছেন ৫৬ টেস্টে মুমিনুল সেটি স্পর্শ করলেন ৩২ টেস্টেই।
# ২০১৮ সালে এটি মুমিনুলের চতুর্থ সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে তার। মুমিনুল পেছনে ফেলেছেন ২০১০ সালে তিনটি সেঞ্চুরি করা তামিমকে। দেশের সীমানা পেরিয়ে মুমিনুল ছুঁয়েছেন এ বছর টেস্টে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি করা ভারতের বিরাট কোহলিকেও। ২০১৮ সালে এ দু’জন ছাড়া টেস্টে দুটির বেশি সেঞ্চুরি নেই আর কারও। ইনিংসের হিসাবে সময়ের সেরা ব্যাটসম্যান কোহলিকেও পেছনে ফেলেছেন মুমিনুল। চারটি সেঞ্চুরি করতে কোহলি যেখানে খেলেছেন ১৮ ইনিংস, সেখানে মুমিনুল খেলে করেছে মাত্র ১৩ ইনিংসে।
# টেস্টে মুমিনুলের আট সেঞ্চুরির ছয়টিই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের এক ভেন্যুতে দুটির বেশি টেস্ট সেঞ্চুরি নেই। এক ভেন্যুতে (সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ড) সর্বোচ্চ ১১টি টেস্ট সেঞ্চুরির বিশ্বরেকর্ড শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনের দখলে।
# টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪৪.৯৪ গড় মুমিনুলের। দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। তার গড় ৩৯.৬৩।
# চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে আসে মাত্র এক রান। সর্বশেষ ২২ ইনিংস ধরেই এ ব্যর্থতা চলছে। এ ২২ ইনিংসে সবমিলিয়ে উদ্বোধনী জুটিতে এসেছে মাত্র ৪০৫ রান। এ সময়ে বাংলাদেশের ওপেনাররা ৫০ ছাড়ানো জুটি গড়তে পেরেছেন মাত্র তিনবার।
# বাংলাদেশের ৯৩তম টেস্ট ক্রিকেটার হিসেবে কাল অভিষেক হয়েছে নাঈম হাসানের।
# এ বছর টেস্ট অভিষেক হওয়া বাংলাদেশের সপ্তম ক্রিকেটার নাঈম হাসান। ২০০২ সালের পর এবারই প্রথম এক বছরে বাংলাদেশের সাত ক্রিকেটারের টেস্ট অভিষেক হল। ১৭ বছর ৩৫৫ দিন বয়সে টেস্ট আঙিনায় পা রাখা নাঈমকে নিয়ে বাংলাদেশের মোট সাত ক্রিকেটারের টেস্ট অভিষেক হল ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।