
আজ শনিবার | ২৮ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৬ শাওয়াল ১৪৪৩ হিজরি | সন্ধ্যা ৭:১২
ফোরসাইডনিউজ২৪.কম : কাতারের রাজধানী দোহার নাজমা এলাকায় রিলিয়েন্ট গ্রুপের হল রুমে গতকাল ১৯শে জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী লেখক, গবেষক ও সাংবাদিক জনাব নুরুন নবীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছে বাংলাদেশ লেখক সাংবাদিক এসোসিয়েশন কাতার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, এসোসিয়েশনের সভাপতি ও এনটিভির কাতার প্রতিনিধি অধ্যাপক আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও ডিবিসি নিউজের কাতার প্রতিনিধি আমিনুল ইসলাম, রিলিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান মুরাদ হোসাইন, শামছ শাহীন, এটিএন বাংলার কাতার প্রতিনিধি হারুন মৃধা, এসটিভি কাতার প্রতিনিধি ও আওয়ার কণ্ঠের সম্পাদক নুরে আলম জাহাঙ্গীর, ফোরসাইড নিউজের নির্বাহী সম্পাদক ও আওয়ার কণ্ঠের সহকারী সম্পাদক সিএম হাসান, সিলেট মিডিয়ার কাতার প্রতিনিধি কে এম সুহেল ও সোহরাব হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার গবেষণার বিষয় ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তিনি তার আলোচনায় বাঙ্গালী ও বাংলাদেশী সংস্কৃতি, মুসলমানদের আগমন, ধর্মপ্রচার, রাজনীতি, তাহজিব তামাদ্দুন, ব্রিটিশদের আগমন, তাদের রাজনৈতিক প্রভাব, জমিদারি প্রথার সূচনা ও বিলুপ্তি, ফরায়েজি আন্দোলন, ব্রিটিশ খেদাও আন্দোলন, ব্রিটিশদের দেশ ত্যাগ ও দেশভাগের ইতিহাস সহজ ও সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেন।