
দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ভালো সংগ্রহ পাইয়ে দিয়েছেন রিয়াদ । ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর সেই সঙ্গে সাকিব-সাদমান-লিটনের অসাধারণ সব অর্ধশতকের ইনিংসে ভর করে ৫০৮ রানের পাহাড়ে চড়ে থেমেছে টাইগারদের প্রথম ইনিংসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট ইনিংস এটি।