
আজ বৃহস্পতিবার | ২৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ | ১২ রজব ১৪৪২ হিজরি | সকাল ৭:৩২
ফোরসাইড নিউজ২৪.কম : ইসলাম শান্তির ধর্ম, আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা। এমন আত্ম উপলব্দি থেকে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের একই পরিবারের ৫জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
গত ১৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার লক্ষ্মীপুর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে এফিডেভিটের করে একই পরিবারের ৫জন সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। খবরটি জানাজানি হলে রামগঞ্জব্যাপী আলোচনা ঝড় উঠে। শুক্রবার জুম্মার নামাজের পর তাদের জন্য বিভিন্ন মসজিদে দোয়া করা হয় ।
সুত্রে জানা যায়, উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর কুরি বাড়ির পলাশ কুরি (৩৫) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বৃহস্পতিবার স্বপরিবারে আদালতে গিয়ে নাম পরিবর্তনে করে আবদুর রহমান এবং স্ত্রী শিখা রানী (২৫) কুরির স্থলে সুমাইয়া বেগম, বড় মেয়ে অন্বেষা রানী কুরির (১৩) স্থলে আয়েশা আক্তার, ছোট মেয়ে উর্সি রানী কুরির (১০) স্থলে খাদিজা আক্তার এবং পুত্র আবির চন্দ্র কুরির (৫) স্থলে মোঃ ইব্রাহিম রেখে ইসলাম ধর্ম গ্রহন করেন।
আবদুর রহমান ইসলাম ধর্ম গ্রহন শেষে দেশ রূপান্তরকে জানান, শৈশব থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিলাম। বিয়ের পর সংসারী জীবনের একপর্যায়ে স্ত্রীর নিকট বিষয়টি প্রকাশ করলে সে আমাকে অনুপ্রানিত করে। দীর্ঘ সময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) প্রতি বিশ্বাস রেখে স্বপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করি। এরপর পদ্মা ইলিক্ট্রনিক্সের মালিক আনোয়ার নামে এক মুসলিম ভাই থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং রামগঞ্জ থানার এস আই জহির উদ্দিন শুক্রবার বিকেলে স্থানীয় একটি রেষ্টুরেন্টে স্ব-পরিবারে খাবার খাইয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্যাহ জানান, আবদুর রহমান আমার ইউনিয়নের বাসিন্দা কিছুদিন পূর্বে সে আমাকে ইসলাম ধর্ম গ্রহনের বিষয়ে জানালে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি। এখন সে আমার মুসলিম ভাই তাকে ও তার ছেলে মেয়ের লেখাপড়াসহ সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।