
আজ বৃহস্পতিবার | ২৬ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরি | দুপুর ১:১৫
ফোরসাইডনিউজ২৪.কম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, শুক্রবার রাত ৮ টায়, নাজমা রমনা হোটেলে,বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা কেন্দ্রীয় কমিটি আলোচনা সভা করেন, অনুষ্ঠানের শুরুতে সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের পিতার মৃত্যুতে পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়া করা হয়,পরে যুগ্ন সাধারণ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ সভাপতি জনাব,আবুল কাশেম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দলের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব জসিম উদ্দিন আহমেদ দুলাল। উপদেষ্টা, আনা মিয়া,উপদেষ্টা, জনাব কফিল উদ্দিন,এতে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক, মোল্লা মোঃ রাজিব রাজ।
বিশেষ বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, খন্দকার। আরো বক্তব্য রাখেন, যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী প্রচার সম্পাদক দেলোয়ার প্রধান, ক্রিড়া সম্পাদক ওবায়দুর রহমান, শ্রম ও জনশক্তি সম্পাদক নাঈম হাছান, নবীন লীগের সভাপতি আশরাফ তারা মিয়া সানাইয়া শাখার সভাপতি শাহজাহান সিরাজ বিভিন্ন শাখার ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।