
আজ বৃহস্পতিবার | ২৬ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরি | দুপুর ২:৩৬
ফোরসাইডনিউজ২৪.কম, সিএম হাসান , দোহা-কাতার :- কাতারে সংবাদ সন্মেলনের মধ্যদিয়ে বৃহত্তর ফটিকছড়ি সমিতি-কাতার এর ৬১সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষনা করা হয়
শনিবার রাজধানী দোহার সুন্দরবন রেস্টুরেন্টে। কার্যকরী কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও কাতার আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন চট্টগ্রাম সমিতির সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু।
কাতারস্থ ফটিকছড়ির কৃর্তিসন্তান জিয়া উদ্দিন জিয়াকে সভাপতি, আশরাফুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও ইসমাইল মুনছুর কে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।
এইসময় নবনির্বাচিত কমিটির সকলের হাতে সংগঠনের চিঠি হস্তান্তর করেন যথাক্রমে সংগঠনের প্রধান উপদেষ্টা ওমর ফারুক চৌধুরী, চট্টগ্রাম সমিতির সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, নবনির্বাচিত সভাপতি জিয়া উদ্দিন জিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রাউজান সমিতির সভাপতি মহসিন খান, ফটিকছড়ি সমিতির সাবেক সভাপতি হাচান বিল্লাহ, উপদেষ্টা তারেক বাবুল, বি বাড়িয়া কল্যাণ ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ রাজিব ও আল আমিন।
কমিটি ঘোষণার পূর্বে নবনির্বাচিত সদস্যদের নিয়ে ইফতারের আয়োজন ও বিশ্ব মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।