
অসুখী হওয়ার জন্য যা যা করা প্রয়োজন সবগুলোই মানুষ সুখের আশায় করে।বিভিন্ন জটিল,চাতুর্যপূর্ণ পথ অবলম্বন করে।টাকা,খ্যাতির পেছনে হন্যে হয়ে দৌড়ে যায় প্রতিনিয়ত।
সুখী হওয়াও কিন্তু একটি শিল্প,একে আয়ত্ব করতে হয়।
প্রথমত চিন্তা ও কল্পনাকে একটু লাগাম দেওয়া উচিৎ।একেবারে মুক্ত করে দিলে চিন্তা ও কল্পনা আপনাকে পেয়ে বসবে,আপনাকে নিয়ন্ত্রণ করবে।
জন্মের পর থেকে অদ্যাবদি আপনার সব অপ্রাপ্তি,অপূর্ণতা আপনার চোখের সামনে তুলে ধরবে।
আর যদি আপনার চিন্তা ও কল্পনাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন,তাহলে সেগুলো আপনাকে আপনার প্রাপ্তি,অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা বলবে।আপনাকে বলবে,যতটুকু পেয়েছ আগে তার শুকরিয়া আদায় করে সম্ভাবনা পেছনে দৌড়াও।
যতটুকু প্রাপ্তি তার উপর সন্তুষ্ট থাকাটা আয়ত্ব করতে পারলে সুখী হওয়াটাও আপনার আয়ত্বে চলে আসবে নিশ্চিত ইনশা’ল্লাহ।