
ফোরসাইড নিউজ ২৪.কম ডেস্ক রির্পোট : গতকালকের ঘটনার পর থেকে এলাকায় নেই লোটাস কামাল ও মেয়ে নাফিসা কামাল। এতদিন যাদের ভয়ে এলাকায় কেউ প্রকাশ্যে কোন কথা বলতে পারতো না ভয়ে, আজকে তারাই ফেরারী হয়ে আত্নগোপনে।এলাকা ছাড়া আজকে সেনাবাহিনীর গাড়ি এসে ঘুরে গেছে। এলাকায় সেনা বাহিনীর গাড়ি দেখে ক্ষোভে ফেঁসে উঠে লোকজন ও আওয়ামীলীগের এমপি লোটাস কামালের বিচার দাবি করে মিছিল করে। এই সময়ে আওয়ামীলীগের লোকজনকে এলাকা ছেড়ে চলে যেতে দেখা যায়। একই সময়ে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলেন ও লোকাল এমপি লোটাস কামালকে খুঁজতে থাকে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।