
ফোরসাইড নিউজ ২৪.কম প্রবাস ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফন্টের মনোনীত প্রার্থীদের সমর্থন দিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রচারণা চালিয়েছে সিলেটের বিএনপি সমর্থক প্রবাসীরা। এ সময় সিলেট ৬ আসনের বিএনপির এমপি প্রার্থীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার রিয়াদের স্থানীয় একটি কমিনিউটি সেন্টারে প্রবাসী সিলেট জেলা বিএনপির প্রায় ১ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী সিলেট জেলা বিএনপির সভাপতি নরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং প্রচার সম্পাদক জুনায়েদ আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা শাহ ফুজায়েল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হোসেন আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি ওলিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সোহেল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ, আব্দুল শহিদ, ইসমাইল, রইস মিয়া, সফুল, মাসুম বিল্লাল, হেলাল, রইছ মিয়া হুসেন আলী, সহ-অর্থ সম্পাদক মুস্তাক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন যতই বাঁধা আসুক সবকিছু অতিক্রম করেন শক্ত অবস্থান নিয়ে সকল নেতা-কর্মীদের একসঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সকল প্রার্থীদের বিজয়ী করে দেশ ও জনগণের সেবা করার সুযোগ দেয়ার আহ্বান জানান।