
ফোরসাইডনিউজ২৪ ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে আগুনে পুড়ে নিহত প্রবাসী ইসমাইল হোসেন (৪০) লক্ষ্মীপুরের সন্তান। তিনি জেলার রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের আমান উল্যাহ’র ছেলে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী ফেন্সি বেগম। প্রবাসীর অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, বিগত ১৩ দিন আগে সৌদি আরবের রিয়াদ শহরে বাসাবাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন প্রবাসী ইসমাইল হোসেন। তার একমাত্র মেয়ে তানজিনা অষ্টম শ্রেণির ছাত্রী।
নিহতের স্বজনরা জানান, প্রবাসী ইসমাইল হোসেন গত ১০ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরে একটি আবাসিক ভবনে তত্ত্বাবধায়কের কাজ করছেন। ৪ বছর আগে দেশে ছুটি কাটিয়ে যান। গত ১৩ দিন আগে প্রবাসী ইসমাইল সৌদির রিয়াদ শহরের নিজ বাসায় রান্না করতে গিয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে মারাত্মক আহত হন। এতে তার মুখমন্ডলসহ শরীরের বেশীরভাগ অংশ আগুনে পুড়ে যায়। ঘটনার পর থেকে তিনি রিয়াদ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে আলাউদ্দিন নামে এক প্রবাসী ইসমাইলের মৃত্যুর বিষয়টি তার পরিবারের লোকজনকে জানান।
খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত প্রবাসী ইসমাইল হোসেনের মা, বাবা, স্ত্রী, কন্যাসহ আত্মীয়-স্বজনরা। তার গ্রামের বাড়িতে এখন শোকের মাতম।
এদিকে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পি রানী রায় জানান, প্রবাসী ইসমাইল নিহতের বিষয়টি নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।