
স্বাধীনতা
ফখরুল ইসলাম
স্বাধীনতা তুমি
স্বাধীন হাতে বাঁধানো শিকল।
স্বাধীনতা তুমি
বাক স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়ানো
শত অস্ত্রদল।
স্বাধীনতা তুমি
মুখ ফুটে সত্য বলতে না পারা
স্বাধীনতা তুমি মিথ্যার আশ্রয়দাতা।
স্বাধীনতা তুমি
ঊনপঞ্চাঁশ বছরে স্বাধীনতা না বুঝা
আবার তুমি স্বাধীন দেশ বলে
তোমাতেই স্বাধীনতা খোঁজা।
তুমি স্বাধীনতা
দিয়েছো মোরে পরাধীনতার জঞ্জাল।
কেড়ে নিয়েছো মুখ থেকে মোর
সত্য বলার অধিকার।
স্বাধীনতা তুমি আজও
হওনি স্বাধীন।
তাহলে কেনো মা বোন
ধর্ষণ হচ্ছে রাত দিন।
জানি তুমি
দিতে চাও নি পরাধীনতা।
ভালোবেসে দিতে চেয়েছো মোরে।
ত্রুটিহীন স্বাধীনতা।