
ফোরসাইডনিউজ২৪.কম, কাতার থেকে সিএম হাসান : হাঁস বেচে ঈদের জামা কিনবে মাসুদ’ এই শিরোনামে একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচারের পর সেই শিশুর ঈদের কেনাকাটার দায়িত্ব নিতে চায় কাতার মোল্লা মোহাম্মদ রাজ রাজীব। তিনি জানান, এই শিশুর মাঝে হাজারো পরিবারের দারিদ্রতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। অনেক সময় আমরা কিছু দেখি আবার কিছু অজান্তে রয়ে যায়।
বসা অবস্থায় শিশুটি হাঁস বিক্রির জন্য বসে আছে এই ছবিটি বিভিন্ন নিউজ পোর্টাল ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জানা গেছে, সে স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী। মাসুদ তার বাড়ির পথ মাড়িয়ে ও কংস নদী পাড়ি দিয়ে ৫০০ টাকার জন্য রাজহাঁসটি বেচতে এসেছিলেন।
রাজ রাজীব সামাজিক রাজনৈতিক সংগঠনের পাশাপাশি কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট টিম ঝিঁঝিঁপোকার ক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, শিশুটি পরনে স্কুল ড্রেস দেখে আমি খুব বিস্মিত হলাম। মূলত এই সুবাদে এই ঈদের শিশুটির কেনাকাটার দায়িত্ব নিতে চায়। জানা গেছে, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কাতার প্রবাসী।
খুব শীঘ্রই ছেলেটি পরিবারের কাছে তার জন্যে ১০ হাজার টাকার ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য নেত্রকোনার স্থানীয় সাংবাদিক সৌমিন খেলনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।