
আজ শনিবার | ২৮ মে ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৬ শাওয়াল ১৪৪৩ হিজরি | সন্ধ্যা ৭:১৭
বাতিল করা হয়েছে বহুল আলোচিত হিরো আলম ওরফে আশরাফুল ইসলামের মনোনয়নপত্র। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পর্টি থেকে মনোনয়ন না পেয়ে বগুড়া-৪ আসনের হয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।
কিন্তু জাল স্বাক্ষরের কারণে বাতিল করা হয়েছে তার মনোনয়নপত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন। জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলে নিজ নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর প্রয়োজন হয়। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন। এজন্য তার মনোনয়ন বাতিল হয়েছে।
হিরো আলম প্রথমে জাতীয় পার্টির হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। জাপা থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ২৮ নভেম্বর বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি।