
পতাকা
তোমাকে আমার পাঠশালা মনে হয়
যেখানে আমরা ধূলি, কাদামাটি শিখি
আলপথ থেকে শহীদ মিনারে এসে
বাংলা বানানে নীলাকাশ লিখে রাখি।
অ-আ-ক-খ স্মৃতি, বৃষ্টি ও ভাঁটফুলে
রাতে চাঁদ আসে; ডাক নাম ধরে ডাকে
ভাইবোন মিলে শীত তাড়াবার গানে
আগুন জ্বালিয়ে বুকের ভেতরে রাখে।
আমরা সবাই মাঠে জড়ো হই, মাঠে
হাতে চকখড়ি, মাটি-ভেজা ইতিহাস
বারুদের ঘ্রাণ, গণকবরের ছবি
ফুলের যুদ্ধ, লেখা থাকে সিলেবাসে।
তোমাকে আমার পাঠশালা মনে হয়
দিবা পাঠক্রমে, নিশিকালে পাই মা-কে
প্রেম লিখি, ধান, রবি-গান, শ্যামা পাখি
বাংলা বানানে লিখে রাখি পতাকাকে।
সি এম হাসান