
ফোরসাইডনিউজ২৪.কম, দোহা-কাতার: স্বপ্ন দেখুন-সাহস করুন, শুরু করুন- লেগে থাকুন,
সাফল্য আসবেই।
এই শ্লো-গানে ২য় বারের মত মিট-আপ হয় একদল “নিজের বলার মত গল্প” পরিবারের সদস্যরা কাতারের রাজধানী দোহার ঘরোয়া রেস্টুরেন্টে, স্থানীয় সময় সন্ধ্যা ৬ ঘটিকায় কান্ট্রি এ্যাম্বাসেডর মোঃ আল-আমিন এর সঞ্চালনায়, হাফেজ মাওলানা নূরে আলম জাহাঙ্গীর এর পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা হয়।
কাতারের দূর-দূরান্ত থেকে এসে উপস্থিত হন এ প্লাটফর্মের কর্মীরা, পরিচয় পর্বের মাধ্যমে সকলে নিজের অবস্থান ব্যক্ত করেন।
এটা ছিলো কাতার প্রবাসীদের নিজের বলার মত গল্পের প্ল্যাটফর্মের দ্বিতীয় মিট-আপ, উক্ত অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের সাথে দারুণভাবে সম্পর্কে আবদ্ধ হন।
অনুষ্ঠানে প্লাটফর্মের ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ স্যার কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করে শওকত আলী (চট্টগ্রাম জেলা) কান্ট্রি এ্যাম্বাসেডর, শরিফুল ইসলাম (ফেনী জেলা), কামরুল হাসান চৌধুরী (চট্টগ্রাম জেলা), সুমন ঘোষ (ঢাকা জেলা), আব্দুল শুকুর (লক্ষ্মীপুর জেলা) ফরহাদ হোসেন (কিশোরগঞ্জ জেলা) বক্তৃতা রাখেন, বক্তারা নিজের বলার মত গল্পের উদ্দেশ্য, কিভাবে ব্যবসায়ে সফলতা অর্জন করা সম্ভব, কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব এবং নিজেদেরকে কি করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।আরো উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন( কিশোরগঞ্জ জেলা), মহিউদ্দিন( কুমিল্লা জেলা), আব্দুল মোতালেব( ফেনী জেলা), এমরান হোসেন( চাঁদপুর জেলা), কামরুল হাসান( চট্টগ্রাম জেলা), সোহেল রানা( রাজবাড়ী জেলা), মামুন মিয়া( ব্রাহ্মণবাড়িয়া জেলা), বাবুল হোসেন( চাঁদপুর জেলা), সোলেমান (ঢাকা জেলা), গাউসুল আজম (মাগুরা জেলা), নুর আলম জাহাঙ্গীর (ব্রাহ্মণবাড়িয়া জেলা), সিএম হাসান ( লক্ষ্মীপুর জেলা), মাশরুর আহমদ( লক্ষ্মীপুর জেলা), দেলোয়ার হোসেন, পিন্টু কুমার শীল সহ আরো অনেকে।
পরিশেষে উদ্যোক্তা তৈরীর কারিগর, নিজের বলার মত গল্পের প্লাটফর্মের ফাউন্ডার, পথ হারা হাজারো যুবকের পথ পদর্শক, ৬৬ হাজার শিক্ষার্থীর বিনা বেতনের শিক্ষক ইকবাল বাহার জাহিদ স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মুনাজাত ও নৈশভোজ এর মাধ্যমে মো:শওকত আলী (কান্ট্রি এম্বাসেডর) অনুষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।